মরহুম মৌলভী আবদুল মালেক ছাহেব (রাঃ) দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে শিক্ষা জীবন শেষ করে যখন দেশে প্রত্যাবর্তন করেন তখন এলাকার কিছু ধর্মপ্রাণ মুসলমান ঊনার মাধ্যমে একটি দ্বিনী প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আগ্রহ প্রকাশ করেন। তারই প্ররিপ্রেক্ষিতে উনি এলাকার সাধারণ দ্বীনি প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এই প্রতিষ্ঠানে সর্ব প্রথম যিনি আল্লাহর ওয়াস্তে জমি দান করেন। তিনি হচ্ছেন এই এলাকার একজন সম্ভ্রান্ত সম্মানিত ব্যক্তি জনাব হাজী আলি নিয়াজ সাহেব এর ই- দানকৃত সর্বপ্রথম ১৪ শতক জমির উপর অত্র প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপিত হয়।
ভারতীয় উপমহাদেশের খ্যাতনামা ওলী জৈনপুরী নিবাসী হযরত মাওলানা কেরামতলী ছাহেব (রঃ) এর বংশধর হযরত মাওলানা হুসাইন সাহেব(রঃ) এর জৈনপুরী নামানুসারে অত্র মাদ্রাসার নাম করণ করা হয়। তাই এই মাদ্রাসার নাম রাখা হয়েছে ছাড়াইতকান্দি হোছাইনিয়া দাখিল মাদ্রাসা
ছাড়াইতকান্দি হোছাইনিয়া মাদ্রাসাটি ০১/০১/১৯৪৩ইং সালে জৈনপুরী পীর সাহেব কেবলা মরহুম হোছাইন আহাম্মদ নামানুসারে অত্র মাদ্রাসাটির নাম করণ করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে অত্যন্ত সুনামের সহিত বিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত হয়ে আসছে। পাবলিক পরীক্ষাসহ সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা ও জেলায় কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে।